ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

তাড়াশে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগীদের সা‌থে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত

তাড়াশ প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ০২:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 80

তাড়াশ: মৎস্যজীবীদের মতবিনিময় সভার একটি মুহূর্ত।। ছবি: স্বতঃকণ্ঠ


সিরাজগঞ্জের তাডাশে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।১২ নভেম্বর শনিবার বি‌ক‌ালে তাড়াশ পুরাতন বাঁশ বাজার খেলার মা‌ঠে বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

এই মত ‌বিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ— রায়গঞ্জ ও সলঙ্গা আসনের স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক ডা. মো.আব্দুল আজিজ।

এ সময় অনবিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষদের চেয়ারম্যান অধ‌্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, সা‌বেক উপ‌জেলা পরিষদের চেয়ারম‌্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান আনোয়ার হো‌সেন খান, অধ‌্যক্ষ আবু সাইদ সরকার, ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিলুর রহমান হা‌বিব, মে‌হেদী হাসান ম‌্যাগ‌নেট, উপজেলা আওযয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুলাহেল বাকি, উপজেলা সুফলভোগীর সভাপতি বাবুলাল রজক, সাধারণ সম্পাদক শাহা আলম সরকার প্রমুখ।

মত‌বি‌নিময় সভায় সুফলভোগী‌দের জন্য প্রধান অতিথির কাছে বি‌ভিন্ন দাবী দাওয়া তু‌লে ধ‌রেন । নিমগাছি মৎস্য চাষ প্রকল্প আওতায় ৫৮৩টি পুকুর প্রায় ১৩ হাজার সুফলভোগীদের লিজ নেওয়া মেয়াদ বৃদ্ধিকরনের দাবি জানান।

তাড়াশে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগীদের সা‌থে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় ০২:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের তাডাশে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।১২ নভেম্বর শনিবার বি‌ক‌ালে তাড়াশ পুরাতন বাঁশ বাজার খেলার মা‌ঠে বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

এই মত ‌বিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ— রায়গঞ্জ ও সলঙ্গা আসনের স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক ডা. মো.আব্দুল আজিজ।

এ সময় অনবিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষদের চেয়ারম্যান অধ‌্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, সা‌বেক উপ‌জেলা পরিষদের চেয়ারম‌্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান আনোয়ার হো‌সেন খান, অধ‌্যক্ষ আবু সাইদ সরকার, ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিলুর রহমান হা‌বিব, মে‌হেদী হাসান ম‌্যাগ‌নেট, উপজেলা আওযয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুলাহেল বাকি, উপজেলা সুফলভোগীর সভাপতি বাবুলাল রজক, সাধারণ সম্পাদক শাহা আলম সরকার প্রমুখ।

মত‌বি‌নিময় সভায় সুফলভোগী‌দের জন্য প্রধান অতিথির কাছে বি‌ভিন্ন দাবী দাওয়া তু‌লে ধ‌রেন । নিমগাছি মৎস্য চাষ প্রকল্প আওতায় ৫৮৩টি পুকুর প্রায় ১৩ হাজার সুফলভোগীদের লিজ নেওয়া মেয়াদ বৃদ্ধিকরনের দাবি জানান।