বিজ্ঞপ্তি :
আত্রাইয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

আত্রাই সংবাদদাতা:
- প্রকাশিত সময় ০৩:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / 205
নওগাঁর আত্রাই উপজেলার ব্রজপুর গ্রাম এলাকার ভুট্টার জমি থেকে আত্রাই থানা পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
আত্রাই থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ওই ব্রজপুর গ্রামের পাশ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার বড়মাধাইমুরি গ্রামের ইয়াছিন আলী মোল্লার ছেলে ইসরাফিল আলী মোল্লা (৪৫)।
শুক্রবার (২৫ নভেম্বর) আত্রাই উপজেলার সীমানায় তাদের নিজেদের ভুট্টার জমিতে বিষ প্রয়োগের জন্য গিয়েছিলেন। পুলিশ ধারণা করছে, জমিতে বিষ প্রয়োগের সময় বিষক্রিয়ায় তিনি মারা গেছেন। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই রকম আরও টপিক
কীটনাশক ছিটানোর সময় মৃত্যু