বিজ্ঞপ্তি :
চিকিৎসার জন্য ২৫ কোটি রুপি ধারের বিষয়ে যা বললেন সামান্থ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০২:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 215
ইন্সটাগ্রাম স্টোরিতে সামান্থা লেখেন, মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি টাকা! আমি আনন্দিত যে, আমি এরচেয়ে অনেক কম ব্যয় করছি।
‘আমি মনে করি না, কর্মজীবনে যত কাজ করেছি তার জন্য আমাকে কড়ি দেওয়া হয়েছে। তাই, আমি সহজেই নিজের যত্ন নিতে পারি। ধন্যবাদ।’ যোগ করেন অভিনেত্রী।
সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘মায়োসাইটিস এমন একটি রোগ যাতে হাজার হাজার মানুষ ভোগেন। আসুন আমরা চিকিৎসার বিষয়ে যেসব তথ্য দিচ্ছি তার জন্য দয়া করে দায়বদ্ধ হই।’
গত বছর মায়োসাইটিস নামের বিরল রোগ ধরা পড়ে সামান্থার। বর্তমানে প্রায় সব ধরনের কাজ থেকে বিরতি নিয়ে চিকিৎসায় মনোনিবেশ করছেন তিনি।
এই রকম আরও টপিক