‘প্রহেলিকা’কে প্রশংসায় ভাসালেন শাবনূর
- প্রকাশিত সময় ০৪:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 168
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দেশ ছেড়ে বর্তমানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। আর সম্প্রতি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’।
রোববার (১৩ আগস্ট) সিডনির একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেছেন শাবনূর। ‘প্রহেলিকা’য় পর্দার জুটি মাহফুজ আহমেদকে দেখে মুগ্ধ হন তিনি।
সিনেমা দেখে বের হওয়ার পর শাবনূর দেখা করেন মাহফুজের সঙ্গে। গল্প-আড্ডায় মেতে ওঠেন দুজনে।
এ সময় শাবনূর বলেন, ‘ডিফারেন্ট একটি ছবি। এতদিন পরে এসে মাহফুজ তো কামাল করে দিলো। আর তোমার গেটআপটা দারুণ ছিল। এ ছাড়া সিনেমায় সব কলাকুশলী সবাই সবার জায়গা থেকে ভালো করেছে। আর তোমাকে তো অসাধারণ লেগেছে। মাহফুজ, তোমাকে অভিনন্দন। সব সময় এমন অসাধারণ ছবি উপহার দেবে, সেটাই আশা করি।’
মাহফুজ আহমেদ বলেন, শাবনূর ছবি দেখতে আসছে এর চেয়ে আনন্দের কিছু নেই। তিনি আরও বলেন, আগে যখন ওর সঙ্গে (শাবনূর) অভিনয় করতাম তাকিয়ে থাকতাম, এখন যখন কথা বলছে তাকিয়ে আছি।
অভিনেতা আরও বলেন, ‘শাবনূর আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির অভিনয়ের মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনও যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।’
এ সময় পরিচালক চয়নিকা চৌধুরীর উদ্দেশে শাবনূর বলেন, ‘ওনার (চয়নিকা চৌধুরী) ছবি আগেও দেখেছি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সিনেমা বানানোর জন্য। এ ছাড়া তার ডিরেকশন অনেক ভালো ছিল।’
‘প্রহেলিকা’ ছবির নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।
‘প্রহেলিকা’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর আবারও পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ।