ঘুমন্ত ছেলের ছবি শেয়ার করলেন ইলিয়ানা
- প্রকাশিত সময় ০৩:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 180
মা হয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে মা হওয়ার পাঁচদিন পর তিনি ছেলের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।
শনিবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে ঘুমন্ত ছেলের একটি ছবি প্রকাশ করেন।
এ ছাড়া পোস্টে অভিনেত্রী লেখেন,
আমাদের প্রিয় ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমরা কতটা খুশি, তা কোনো শব্দ ব্যাখ্যা করতে পারে না।
শেষে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন ইলিয়ানা।
এর আগে গত এপ্রিলে সামাজিকমাধ্যমে মা হওয়ার সংবাদ দিয়ে চমকে দেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। কেননা, এখনও কারো সঙ্গে সাত পাকে বাঁধা পড়েননি এই অভিনেত্রী। তাই বারবার প্রশ্ন উঠেছে: কে তার সন্তানের বাবা?
এদিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেয়ার পর থেকে বিভিন্ন সময় সোশ্যাল হ্যান্ডেলে নিজের আপডেট শেয়ার করেন ইলিয়ানা। তবে হবু সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছিলেন। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ‘বরফি’ খ্যাত এ অভিনেত্রী।
সম্প্রতি এ অভিনেত্রী নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রেমিকের একটি বা দুটি নয়, বরং তিনটি ছবি পোস্ট করেন। প্রেমিকের সঙ্গে ‘ডেট’-এ গিয়েছিলেন অভিনেত্রী। সেই ‘ডেট নাইট’-এর ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন ইলিয়ানা। তবে এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন অভিনেত্রী। যদিও সেসব ছবি ঝাপসা ছিল। যাতে প্রেমিকের পরিচয় সামনে চলে না আসে।
ছবিতে বেশ হাসিখুশিই দেখাচ্ছে যুগলকে। ইলিয়ানার একগাল হাসি প্রকাশ করছে তার আনন্দের মুহূর্তের। পাশে বসে থাকা প্রেমিকের চোখে-মুখে আনন্দের ছাপ স্পষ্ট। তার কাঁধে মাথা রেখেও ছবি তোলেন ইলিয়ানা। সেসব ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী।
ইলিয়ানার ক্যারিয়ার শুরু হয় দক্ষিণী সিনেমার মধ্য দিয়ে। এর পর ২০১২ সালে রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বরফি’ দিয়ে তার বলিউডে আত্মপ্রকাশ হয়।
বিনোদন ডেস্ক