একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-রাশমিকা
- প্রকাশিত সময় ০৩:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / 183
ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। বলিউড ও দক্ষিণী সিনেমায় কাজ করছেন সমানতালে। এ ছাড়া তার ‘পুষ্পা’ সিনেমার পর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। এবার শোনা যাচ্ছে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করবেন এ নায়িকা।
টলিউড ডট নেটের প্রতিবেদনে উঠে এসেছে যশ রাজ ফিল্মসের স্টুডিওতে তাদের একসঙ্গে দেখা গেছে। বিজ্ঞাপনের কাজ করছেন একসঙ্গে।
বলিউড অভিনেত্রী এক টুইট বার্তায় লেখেন,
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান সৌন্দর্যের প্রতীক। বিজ্ঞাপনে এখন তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হয়ে আসার মতো।
এদিকে দীর্ঘ বিরতির পরে ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছর কামব্যাক করেছেন বলিউড বাদশা। বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। অন্যদিকে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যে এ সিনেমার গান, টিজার, ট্রেলার ট্রেন্ডিংয়ে আছে।
অপরদিকে সুদীপ রেড্ডি ভাঙা পরিচালিত ও রাশমিকা অভিনীত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। এ সিনেমায় রণবীরের বিপরীতে তাকে দেখা যাবে।