ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

- প্রকাশিত সময় ০৪:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 360
ঈদুল আজহার তুমুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এখনও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ‘প্রিয়তমা’র মাধ্যমে দীর্ঘদিন পর ব্যবসায়িক আলোর মুখ দেখে হল মালিকরা।
আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ইতি চরিত্রে কলকাতার ইধিকা পাল। পর্দায় সুমন-ইতির রসায়ন দাগ কেটেছে দর্শকহৃদয়ে।
দেশে সফলতার পাশাপাশি বিদেশেও মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও বেশ সাড়া পেয়েছে সিনেমাটি। প্রস্তুতি চলছে আবার কিছু দেশে মুক্তি দেয়ার।
এবার জানা গেল নতুন খবর। ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে এটি। এমনটাই জানা গেছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক থেকে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে প্রচার শুরু করেছে বায়োস্কোপ।
‘প্রিয়তমা’র পোস্টারের একটি আর্টওয়ার্ক পোস্ট করা হয়েছে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা, ‘আবারও ফিরে আসছে সবার প্রিয় অভিনেতা!’
‘প্রিয়তমা’ হিমেল আশরাফ নির্মিত দ্বিতীয় সিনেমা। শাকিব খান-ইধিকা ছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, এল আর খান সীমান্তসহ অনেকে।
বিনোদন প্রতিবেদক
















