‘প্রিয়তমা’ নিয়ে নতুন সুখবর!
- প্রকাশিত সময় ০২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 225
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। আর এবারের ঈদের ব্যবসাসফল সিনেমার মধ্যে এক নম্বরে আছে সিনেমাটি। এবার এ সিনেমা নিয়েই নতুন সুখবর দিলেন এর পরিচালক হিমেল আশরাফ।
রোববার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন নির্মাতা। পোস্টে হিমেল আশরাফ জানান, ‘ধন্যবাদ অস্ট্রেলিয়া। শুরুর দিনের ‘প্রিয়তমা’ সব শো হাউজফুল দেয়ার জন্য। সামনে অনেক শো সোল্ড আউট। ওখানে ‘প্রহেলিকা’ও তুমুল আলোচনা তৈরি করেছে।’
নির্মাতা আরও লেখেন, ‘ইতালির ভেনিস শহর আমার খুব খুব পছন্দের। সেখানের একটা শোতে দর্শক হলে সিট না পেয়ে সিঁড়িতে বসে ‘প্রিয়তমা’ দেখেছে। সামনে রোম, মিলানেও আসছে। পর্তুগালে, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, জার্মান, স্পেনে আসছে। মালয়েশিয়াতে সেন্সর পাশ করেছে, খুব শিগগির মালয়েশিয়া, সিঙ্গাপুরে মুক্তির তারিখ ঘোষণা হবে। লন্ডন আর আয়ারল্যান্ডে আসছে এ মাসের ১৮ তারিখ। মধ্যপ্রাচ্যের সিনেমাটি মুক্তির প্রস্তুতিও চলছে।
‘আমেরিকার মতো জায়গায় প্রিয়তমা ৫ম সপ্তাহে ১টি সিনেমা হলে চলছে, এখানে আরেকটি বাংলা সিনেমা সুড়ঙ্গ প্রায় ১৮টা হলে মুক্তি পেয়েছে। সেটাও অনেক ভালো যাচ্ছে। ‘সুড়ঙ্গ’ এর আগে কলকাতায় মুক্তি পেয়েছিল, প্রিয়তমাও শিগগিরই সেখানে মুক্তি পেতে যাচ্ছে।’
বিশ্বব্যাপী বাংলা সিনেমা ছড়িয়ে যাচ্ছে বলে নির্মাতা আরও লিখেছেন, ‘দুনিয়াজুড়ে ছড়িয়ে যাচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমার এক নতুন দিনের যাত্রা শুরু হলো। বলিউড, তামিল, তেলেগু সিনেমা সেদিনই এগিয়ে গেছে যেদিন তারা ভারতের বাইরের বাজার ধরতে পেরেছিল। কোটি বাংলাদেশি দুনিয়ার নানান দেশে বসবাস করে। তাদের কাছে সিনেমা নিয়ে যেতে পারলে বাংলাদেশের সিনেমার বাজার ১০০ গুণ বড় হয়ে যাবে। আমরা সে পথেই আগাচ্ছি। দুনিয়ার সেরা সেরা দেশের, সেরা সেরা সিনেমা হলের, সেরা সেরা সিনেমার পোস্টারের পাশে জ্বল জ্বল করছে প্রিয়তমার পোস্টার, বাংলা সিনেমার পোস্টার!’