ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- প্রকাশিত সময় ০৫:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / 77
কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার ৫ এপ্রিল রাত ৮টার সময় উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাইফ আহমেদ তুষার মোকারিম ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন ও গোলাপনগর কদমতলা ৪ নং ওয়ার্ড জাসদের সভাপতি রবিউল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নাইফ আহমেদ তুষার রাত ৮ টার দিকে গোলাপনগর বাজারে বসে চায়ের খাচ্ছিল। এসময় ১২ থেকে ১৫ টি মোটর সাইকেল চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। ৩০ থেকে ৪০ জনের একদল দূর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমেই তুষারকে চায়ের দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ পর্যায়ে তুষার দৌড়ে পালানোর চেষ্টা করলে বাজারের মধ্যে প্রকাশ্যে তারা আবারও কোপাতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে আসলে দূর্বৃত্তরা তুষারকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
তুষারের হাত, পা, বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রামদার আঘাতে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় তুষার মারা যান।
ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বলেন, রাত ৮ টার দিকে তুষার গোলাপনগর বাজারে একটি চায়ের দোকানের চা খাচ্ছিলেন। এসময় ১৫ টি মোটরসাইকেল প্রায় ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী এসে তুষারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়।
তিনি আরো বলেন, আসামিদের চিহ্নিত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
তুষারের বাবা রবিউল ইসলাম জানান, গোলাপনগর বাজারে রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী এসে তুষারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। স্থানীয়রা তুষারকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় তুষার মারা যায়।
রবিউল ইসলাম আরো বলেন, আমার ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। ১৭ রমজানে ছুটিতে সে ঢাকা থেকে বাড়ি এসেছে। সন্ত্রাসীদের সনাক্ত করে মামলার পরিকল্পনা চলছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবকের দুই পায়ের রগ বিছিন্ন হয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং সাড়া পিঠে একাধিক গভীর ক্ষতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসক শেষে তাকে রেফার্ড করা হয়।
এদিকে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।
তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। পুলিশ এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে।