বিজ্ঞপ্তি :
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
- প্রকাশিত সময় ১২:৪০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / 86
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক চাপায় অভিজিত দেবনাথ (২০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার ৩ এপ্রিল দুপুর ১টার দিকে শহরের হালিমা বেগম একাডেমীর সামনে দৌলতপুর-ভেড়ামারা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় অভিজিত দেবনাথকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অভিজিত দেবনাথ চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া গ্রামের শ্রী উজ্জল দেবনাথের ছেলে। সে কাঠের পুলে একটি জুয়েলারি দোকানে স্বর্ণকার হিসাবে কর্মরত ছিলেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
ওসি জহুরুল ইসলাম, হালিমা বেগম একাডেমীর সামনে সাইকেল আরোহীকে ট্রাক চাপা দেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে জব্দ করেছে। কিন্তু এর আগেই ট্রাকের চালক পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।